ব্রাজিলের কোচ নিয়োগে চাপ; আনচেলত্তির জন্য অপেক্ষা

টুইট ডেস্ক: কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের কোচের সংকট চলছে, আর কোচ নিয়োগের ডেডলাইন দ্রুত ঘনিয়ে আসছে। বর্তমান লক্ষ্য রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, যিনি ইতিমধ্যে ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইতিবাচক সঙ্কেত দিয়েছেন। তবে আনচেলত্তির রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, যার কারণে ব্রাজিলের সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে।

২৬ এপ্রিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, যা ব্রাজিলের জন্য বড় একটা দৃষ্টিভঙ্গি তৈরি করবে। তবে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তির বিদায়ের পর ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা এখনো মুলত এক ধরনের ধাঁধা।

এদিকে, ব্রাজিলের বিকল্প কোচ হিসেবে রয়েছে আল-হিলালের জর্জ জেসুস ও ব্রাজিলিয়ান লিগের আবেল পেরেইরা। দুই কোচের মধ্যেও কোন এক জনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে যদি আনচেলত্তি কোচ হওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া না দেন।

জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ব্রাজিল তাদের কোচের বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চাইছে, কারণ ১৮ মে’র মধ্যে ফিফার কাছে প্রাক-স্কোয়াড জমা দিতে হবে।