জুলাই গণঅভ্যুত্থান সফল করতেই হবে: নাহিদ ইসলাম

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, তা নিশ্চিত করাই এখন জাতির অঙ্গীকার।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি। তবে জনগণের আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে বলেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই এবারের গণঅভ্যুত্থানকে সফল করতেই হবে।”

নাহিদ ইসলাম জানান, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ১৬ বছরের ফ্যাসিস্ট শাসককে বিদায় জানাতে বাধ্য করেছে দেশের জনগণ। সেই আন্দোলনের পটভূমিতেই গঠিত হয়েছে এনসিপি-যার শক্তি দেশের তরুণ সমাজ।

তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল না কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য, বরং একটি মৌলিক রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থেকেই এর সূচনা। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না।”

নাহিদ আরও বলেন, এনসিপি যে সংস্কারের কথা বলে, তা শুধু কিছু বাহ্যিক পরিবর্তন নয়-রাষ্ট্র কাঠামোর গুণগত ও মৌলিক রূপান্তরের পরিকল্পনা। তিনি বলেন, “আমাদের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কাঠামোতে যে দলীয়করণ ও এককেন্দ্রিকতা ছিল, তা আমাদের রাষ্ট্রকে ফ্যাসিবাদী ধাঁচে পরিচালিত করেছে। এই কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এনসিপি কাজ করছে।”

জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো সুপারিশের প্রসঙ্গে নাহিদ জানান, অধিকাংশ সুপারিশে তারা একমত। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও নিজেদের প্রস্তাব তুলে ধরা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐকমত্য ও একটি নতুন ‘জুলাই সনদ’ এখন সময়ের দাবি। আমরা চাই, আর কখনো বাংলাদেশে স্বৈরাচার ফিরে আসার সুযোগ না থাকে।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমীন, নাহিদা সারওয়ার নিভা, জাবেদ রাসিন এবং সারোয়ার তুষার।