চট্টগ্রামে খোলা ড্রেনে ছয় মাসের শিশুর মৃ’ত্যু, ১৪ ঘণ্টা পর উদ্ধার মর(দেহ)
টুইট ডেস্ক : চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় খোলা ড্রেনে রিকশা উল্টে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী এক শিশুর মর(দেহ) ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে চাক্তাই খাল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
শুক্রবার রাতে শিশুটি তার মায়ের সঙ্গে রিকশায় করে নবাব হোটেল এলাকার পাশে দিয়ে যাওয়ার সময়, ভারী বৃষ্টির কারণে রাস্তা ও ড্রেনের ব্যবধান বোঝা যায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি খোলা নালায় পড়ে গেলে, আহত মা রিকশা থেকে উঠলেও শিশু পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নালায় স্রোত এতটাই তীব্র ছিল যে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি তখনই।
পরে শনিবার সকালে স্থানীয়রা চাক্তাই খালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পান। মর(দেহ) উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলেন, চট্টগ্রাম নগরীর অধিকাংশ খাল ও ড্রেনের পাশে নেই কোনো সুরক্ষা দেওয়াল বা ঢাকনা। বর্ষার পানি উপচে পড়লেই এইসব জায়গা হয়ে ওঠে প্রাণঘাতী ফাঁদ। গত পাঁচ বছরে নগরের নালায় পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আওতায় ১৪ হাজার ৩৪৯ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও, বাস্তব সুবিধা পাচ্ছে না নগরবাসী। ৩৬টি খাল ও ৩০২ কিলোমিটার নালা উন্নয়নের আওতায় থাকলেও সুরক্ষার ঘাটতি রয়ে গেছে বলেই মনে করছেন নগরবাসী।
দুর্ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার তৎপরতা তদারক করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।’