শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
টুইট ডেস্ক: জুলাই-আগস্ট গণহত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
সূত্র জানায়, এসব অভিযুক্ত বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে এনসিবি পৃথক তিনটি ধাপে ইন্টারপোলের কাছে এ আবেদন পাঠিয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দফতর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে।
রেড নোটিশের আবেদনে শেখ হাসিনা ছাড়াও যাদের নাম রয়েছে, তারা হলেন: ওবায়দুল কাদের (সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আসাদুজ্জামান খান (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী), আ ক ম মোজাম্মেল হক (সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী), হাছান মাহমুদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), জাহাঙ্গীর কবির নানক (সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী), মহিবুল হাসান চৌধুরী (সাবেক শিক্ষামন্ত্রী), শেখ ফজলে নূর তাপস (সাবেক মেয়র, ডিএসসিসি), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা), নসরুল হামিদ (সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী), মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য প্রতিমন্ত্রী), বেনজীর আহমেদ (সাবেক আইজিপি)।
এ বিষয়ে এখনও ইন্টারপোলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।