বাবরকে নিয়ে মন্তব্যের জন্য হাসান আলির ক্ষমা প্রার্থনা
টুইট ডেস্ক: পাকিস্তানি পেসার হাসান আলি বাবর আজমকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাবরকে ‘কিং’ বলে সম্বোধন করেছিলেন হাসান, যেখানে তিনি বলেছিলেন, “রাজা করে নেবে”, যা তখন আলোচনার জন্ম দিয়েছিল। তার এই মন্তব্যের মধ্যে ছিল ইঙ্গিত যে, বাকিরা রান না পেলেও বাবর সফলভাবে রান করবেন। তবে, বিশ্বকাপে বাবর ধারাবাহিকভাবে রান পাননি, যা হাসানের মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে হাসান আলি সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি কেউ মনে করে, ‘রাজা করতে পারবে না’ বললেই বাবর রানে ফিরে আসবে, তাহলে আমি সেটা বলতে রাজি।” তিনি আরও বলেন, “যদি আমার ‘রাজা করে নেবে’ মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। তবে, বাবর সেরা। সে অবশ্যই রানে ফিরবে। সকলেরই খারাপ সময় আসে।”
এখন পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান আলি। প্রথম দুটি ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন এবং লাহোর কালান্দার্সের বিপক্ষে চার উইকেট নেন। যদিও ব্যাট হাতে ২৫ বলে ২৭ রান করার পরেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। বর্তমানে করাচি কিংস পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।