বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনেরও সেঞ্চুরি

টুইট ডেস্ক: ঈদের ছুটি শেষ হতে না হতেই রাজধানীর বাজারগুলোতে সবজির দাম হঠাৎ করে বেড়ে গেছে। রমজানজুড়ে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সবজির বাজারে এখন হাহাকার। বাজারে এমনকি ৬০ টাকার নিচে কোনো সবজি খুঁজে পাওয়া দুষ্কর।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গোল বেগুনের কেজি ১০০ টাকা, আর লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া শসা, ঢ্যাঁড়স, ঝিঙা, কচুর লতি, বরবটি-প্রায় সবজির দামই ৭০ থেকে ১০০ টাকার মধ্যে।

বাজারে দেখা গেছে আরও কিছু দাম এমন: ধুন্দুল ও ঝিঙা ১০০ টাকা, শিম, ঢ্যাঁড়স, পটল ৭০-৭৫ টাকা, করলা, মুলা, গাজর: ৬০-৬৫ টাকা, টমেটো: ৪০ টাকা, কাঁচা মরিচ ও জালি ১০০ ও ৫০ টাকা (প্রতি পিস), আলু ৩৫ টাকা, লাউ ও কাঁচা কলা (হালি) ৬০ ও ৪০ টাকা, লেবু (হালি) ২০-৩০ টাকা।

বাজার করতে আসা শান্তিনগরের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম বলেন, “বাজারে আজ সবজির দাম দেখে চোখ কপালে উঠেছে। সাধারণ মানুষ তো এই দামে সবজি কিনতে পারবে না। সরকারের উচিত বাজার তদারকি করা।”

মালিবাগ বাজারে আসা আরেক ক্রেতা এরশাদ আলী বলেন, “ঈদের পর থেকে প্রতিদিনই দাম বাড়ছে। এখন কোনো সবজিই ৬০-৭০ টাকার নিচে নেই, কিছু কিছু তো ১০০ ছাড়িয়ে গেছে।

সবজি দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে সেগুনবাগিচার বিক্রেতা তৈয়ব আলী বলেন, “এখন শীতকালীন সবজির মৌসুম শেষ। নতুন মৌসুমের সবজি এখনও বাজারে ওঠেনি। ফলে সরবরাহ কম, তাই দামও বাড়ছে।”

কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, “আমাদের বাজারে তুলনামূলকভাবে দাম কিছুটা কম হলেও পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হয়ে অন্যান্য বাজারে দামে প্রভাব পড়ে।”

ক্রেতাদের অভিযোগ, তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। বাজারে নতুন মৌসুমের সবজি উঠলেই হয়তো কিছুটা স্বস্তি মিলবে-এমনটাই প্রত্যাশা ভোক্তাদের।