গাজায় আইডিএফের ২৪ ঘণ্টার হা(মলায়) নি’হত ৪০
টুইট ডেস্ক: ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজা উপত্যকায় একদিনেই প্রাণ হারালেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ২৪ ঘণ্টার হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গেল দেড় বছরে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ৫০৫-এ। ভয়াবহ এই মানবিক সংকটে নিহতদের মধ্যে নারী ও শিশুর হার প্রায় ৫৬ শতাংশ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফা অভিযান। এই নতুন পর্যায়ের অভিযানে একদিনেই প্রাণ গেছে দেড় হাজারের বেশি মানুষের, যা আগের তুলনায় আরও ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
এদিকে, হামাস কর্তৃক অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে অন্তত ৩৫ জন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, জিম্মিদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন-হামাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।
এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধ বন্ধ করে জিম্মিদের মুক্তির দাবিতে প্রতিবাদ বাড়ছে। আন্তর্জাতিক আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যার’ অভিযোগে মামলা চলছে।