রাজনীতিতে চমক: ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দলের আত্নপ্রকাশ

টুইট ডেস্ক: ডেসটিনি গ্রুপের আলোচিত ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে আত্মপ্রকাশ করা এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল আমীন নিজেই। দলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেন মোহাম্মদ রফিকুল আমীন। সেখানে তিনি দলের ঘোষণাপত্র পাঠ করেন এবং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

ঘোষণাপত্র পাঠের শুরুতেই রফিকুল আমীন বলেন, “স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও দেশের মানুষ বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের দল মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চায়।”

তিনি আরও জানান, বাংলাদেশ আ-আম জনতা পার্টি দেশপ্রেম, সুশাসন, কর্মসংস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন বাস্তবায়নের অঙ্গীকার করছে। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতিকে নিরুৎসাহিত করাও দলটির লক্ষ্য।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম তার বক্তব্যে বলেন, “রাজনৈতিক সচেতনতা ছাড়া দেশে আবারও স্বৈরাচার সরকার গঠনের আশঙ্কা থাকে। আমরা অতীতে স্বৈরাচারকে পরাজিত করেছি, ভবিষ্যতেও তা প্রতিহত করবো।”

অনুষ্ঠানে ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।