জুনের মধ্যেই নির্বাচন হবে: আইন উপদেষ্টা

টুইট ডেস্ক : নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এবার স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, “যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না।”

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল আরও জানান, বিএনপি নির্বাচন ও সংস্কার নিয়ে আন্তরিক। তিনি বলেন, “বিএনপি নেতাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা ও বন্ধুসুলভ পরিবেশে আলোচনা হয়েছে। তারা সংস্কার প্রশ্নে সদিচ্ছা দেখিয়েছেন।”

উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন কবে হবে তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এই প্রথম সরকারের পক্ষ থেকে সময়সীমা নির্দিষ্ট করে স্পষ্ট বক্তব্য এলো।