রাজনীতিতে আসা ভুল নয়, নির্বাচনে দাঁড়ালে আবারও জিতব- সাকিব
টুইট ডেস্ক : ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের পর মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবনে প্রবল আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এই স্বল্প সময়েই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক, উঠেছে মামলা ও দুর্নীতির অভিযোগ। যদিও সাকিব মনে করেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না। বরং এখনই নির্বাচন হলে আবারও জয়ী হবেন বলে বিশ্বাস তার।
সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে অন্য কেউ এলে সেটাও ভুল হবে। একজন নাগরিক হিসেবে রাজনীতিতে আসা আমার অধিকার। আমি মাগুরার মানুষের জন্য কাজ করতেই এসেছিলাম, আর আমি বিশ্বাস করি, তারা আমাকে চেয়েছিল।”
নির্বাচনে জয় সম্পর্কে তিনি বলেন, “আমার এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি যদি আবারও নির্বাচনে দাঁড়াই, তাহলে জয়ী হবো—এই বিশ্বাস আমার আছে। তবে দুঃখজনকভাবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি, এবং আমি সেটা মেনে নিচ্ছি।”
রাজনীতিতে প্রবেশের কারণ ব্যাখ্যা করে সাকিব বলেন, “যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয়, তাহলে সিস্টেমের ভিতরে থেকেই কাজ করতে হয়। বাইরে থেকে কিছু পরিবর্তন সম্ভব নয়। যারা দেশ চালায়, তাদের সিস্টেমের ভেতরেই থাকতে হয়।”
তিনি আরও যোগ করেন, “আমার রাজনীতিতে আসাকে যারা ভুল বলছে, তারা বেশিরভাগই মাগুরার ভোটার নয়। মাগুরার মানুষ আমাকে এখনও বিশ্বাস করে। আজ যদি নির্বাচন হয়, আমি আবারও তাদের সমর্থন পাবো।”
রাজনৈতিক জীবনের সময় স্বল্পতার প্রসঙ্গ টেনে সাকিব জানান, “নির্বাচনের পর মাত্র তিন দিন মাগুরায় থাকতে পেরেছি। বাকি সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম এবং দেশের বাইরেই ছিলাম। আসলে পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেওয়ার সুযোগই হয়নি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ সম্পর্কেও বলেন সাকিব-“তিনি আমাকে বলেছিলেন, ‘রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মন দাও।’ আমি সেই পরামর্শই অনুসরণ করেছি। আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফির পর ধীরে ধীরে রাজনীতিতে মনোযোগ দেওয়া। তবে আমার মূল লক্ষ্য সবসময় মানুষের পাশে দাঁড়ানো।”