আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

টুইট ডেস্ক: এদিন, ১৬ এপ্রিল, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার গভীরে, এবং এর কেন্দ্রস্থল ছিল বাঘলান শহরের ১৬৪ কিলোমিটার পূর্বে।

এটি এক বিশাল ভূমিকম্প, তবে আশ্চর্যজনকভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি প্রথমে ৬.৪ মাত্রার বলে জানানো হলেও, পরে সঠিক পরিমাপ ৫.৬ দেওয়া হয়।

ভূমিকম্প আফগানিস্তান ও তার আশপাশের অঞ্চলে নতুন কোনো ঘটনা নয়। দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এবং এর দীর্ঘ ইতিহাস রয়েছে ভূমিকম্পের। ১৯৯১ সালে হিন্দুকুশ অঞ্চলের এক শক্তিশালী ভূমিকম্পে ৮৪৮ জনের প্রাণহানি ঘটে, আর ১৯৯৭ সালে আফগানিস্তান ও ইরানে এক ৭.২ মাত্রার ভূমিকম্পে এক হাজার ৫০০ জনের মৃত্যু হয়। ১৯৯৮ সালে তখারের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে ২,৩০০ জন ছিল আফগানিস্তানে।

অতীতে বহু প্রাণহানির পর, এবারের ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, এটি আফগানিস্তানে ভূমিকম্পের প্রকৃতিকে পুনরায় সামনে এনেছে।