ট্রাকের ধাক্কায় ২ জন নি(হত)
টুইট ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. সজিব (১৮) এবং কেন্দুর ভাগ এলাকার মো. সাকিব (১৭)। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, তবে দুর্ঘটনার পরপরই সে পালিয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বালুভর্তি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল, যখন অপর একটি বালুভর্তি ট্রাক আছড়ে পড়ে। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এটি পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকটির সামনের কেবিনে বসা দুই সহকারী নিহত হন, এবং আহত হন চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ঘটনাটি নোয়াখালী টু লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলায় জালালের গ্যারেজের সামনে ঘটেছে। আহত চালক ও নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।