বাংলা নববর্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আয়োজন করা হয় বর্ণাঢ্য নানা অনুষ্ঠান। সোমবার সকালে কারাগারের ঐতিহ্যবাহী ব্যান্ডদলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা সবার মনোযোগ আকর্ষণ করে। র্যালিটি পরে জেলা প্রশাসনের মূল বর্ষবরণ র্যালিতে গিয়ে যোগ দেয়।
নববর্ষের এই দিনটিকে বন্দিদের জন্য আনন্দময় করে তুলতে পরিবেশিত হয় বৈশাখী বিশেষ খাবার। সকালের মেন্যুতে ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা ও অন্যান্য বাঙালি খাবার। দুপুরে দেওয়া হয় পোলাও, মাংস, ডিম ও মিষ্টিসহ বৈচিত্র্যময় খাবার।
দিনের শেষে বন্দিদের জন্য আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে তারা নিজেরাই অংশগ্রহণ করেন। কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও ছিল আলাদা বৈশাখী আয়োজন।
সার্বিকভাবে কারাগারের পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।