টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা আজ
টুইট ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আদালত রোববার (১৩ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে। তিনি যুক্তরাজ্যের নাগরিক এবং দেশটির সাবেক নগর মন্ত্রী ছিলেন। তবে ফ্ল্যাট সংক্রান্ত একটি বিতর্কিত ঘটনার জেরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় তাকে।
অভিযোগ রয়েছে, পূর্বাচল আবাসিক এলাকায় প্রভাব খাটিয়ে টিউলিপ তার মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে সহায়তা করেছেন। এ সংক্রান্ত মামলায় গত সপ্তাহে চার্জশিট দাখিল করা হয়েছে, যার ভিত্তিতে আজ আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে।
মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়, যার মধ্যে শেখ হাসিনার পরিবারের ছয় সদস্য রয়েছেন। টিউলিপ অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে টিউলিপ বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হতে পারেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশ তার প্রত্যর্পণের (extradition) অনুরোধ জানাতে পারে যুক্তরাজ্যের কাছে।
এর আগে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগেও তার নাম উঠে এসেছিল। এছাড়া লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠজনের দেওয়া ফ্ল্যাটে বসবাস সংক্রান্ত তথ্য গোপন করায়ও তিনি বিতর্কে জড়ান। ২০২২ সালে ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা ২০০৪ সালে কিনে দেন। কিন্তু পরে তথ্য ভিন্ন প্রমাণিত হলে তদন্ত শুরু হয় এবং তিনি মন্ত্রিত্ব ছাড়েন।