গাজায় ফের ইসরায়েলি হা’মলা, নি(হত) ২৯
টুইট ডেস্ক: গাজার মাটি যেন প্রতিদিনই রক্তে রঞ্জিত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় মৃত্যুর মিছিল থামছেই না। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) নতুন করে আরও ২৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও সমালোচনার পরও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন, যার ফলে এই অবরুদ্ধ উপত্যকায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি জানান, বর্তমানে সেখানে অন্তত ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে।
সরকারি হিসাবে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বাস্তব মৃত্যুর সংখ্যা আরও বেশি-প্রায় ৬১ হাজার ৭০০ জন-কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মরদেহ এখনো উদ্ধার হয়নি।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। এই অভিযানে গাজার প্রায় ৫০ শতাংশ ভূমি এখন ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে গেছে। নিজ ভূমিতে বাস্তুচ্যুত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী মনোভাবও বাড়ছে। পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন-যা ২০২২ সালে ছিল ৪২ শতাংশ। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এই বিরূপ ধারণা আরও বেশি; ৬৯ শতাংশ ডেমোক্র্যাট নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা রিপাবলিকানদের মধ্যে ৩৭ শতাংশ।