১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ : ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে বিশাল সমাবেশ

টুইট ডেস্ক: ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই বিশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাবে। আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানায়, এটি ঢাকা শহরের রাস্তায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে।

এ কর্মসূচির উদ্দেশ্য হলো, দেশব্যাপী জনগণকে ফিলিস্তিনের জন্য একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো। আয়োজকরা বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে এই মিছিলে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সমর্থন-

ফেসবুক পেজে তথ্য শেয়ার করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে, শনিবার বিকেল ৩টায় শুরু হবে এই কর্মসূচি। সোমবার রাত ১১টা ৩০ মিনিটের মধ্যে, এই ইভেন্টে ৬৪ হাজারেরও বেশি মানুষ আগ্রহ প্রকাশ করেছেন, এবং অংশগ্রহণের আগ্রহ জানিয়েছেন প্রায় ৫ হাজার জন।

সমাবেশটি ঘিরে, আয়োজক সংগঠনটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করেছে। এদের মধ্যে আছেন, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মামুনুল হক, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের আয়মান সাদিকসহ আরও অনেক নামী ব্যক্তিত্ব।

বিশাল মিছিলের প্রস্তুতি-

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন, (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য ঢাকার রাজপথে সবচেয়ে বড় মার্চ হবে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠবে। এছাড়াও মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ তাদের নিজ নিজ পেজে এই কর্মসূচির জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেছেন। আজহারী বলেন, আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আপনি সবাই যোগ দিন।”

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের আহ্বান-

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানিয়েছেন এবং সবাইকে ‘মার্চ ফর গাজা’-তে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।