গাজায় ইসরায়েলি হা’মলায় আরও ৬০ ফিলিস্তিনি নি(হত)
টুইট ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫০ ছাড়িয়ে। মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর থেকে দেইর আল-বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে দেইর আল-বালাহর একটি বাড়িতে ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা হামলায় আরও ৩ জন নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১৩৭ জন। এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন; উদ্ধারকর্মীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর আবারও হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি, আর আহত হয়েছেন আরও ৩ হাজার ৪০০ জনের বেশি।
জাতিসংঘের তথ্যমতে, সংঘাতের ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধে মার্চের মাঝামাঝি আবারও হামলা শুরু করে তেলআবিব। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।