গাজায় ২০ দিনে ৪৯০ শিশু নি(হত), ইসরায়েলের বিরুদ্ধে গণহ’ত্যার অভিযোগ
টুইট ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে গত ২০ দিনে প্রাণ হারিয়েছে অন্তত ৪৯০ শিশু। সোমবার (৭ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গাজার মিডিয়া অফিসের বরাতে আনাদোলু জানায়, চলমান সহিংসতায় গত ২০ দিনে গাজায় মোট ১,৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ৫০০। এই হত্যাযজ্ঞকে “আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ” হিসেবে আখ্যা দিয়েছে মিডিয়া অফিস।
বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েল পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বেসামরিক হতাহতের ঘটনাকে দুর্ঘটনা দাবি করে দায় এড়ানোর চেষ্টা করছে তারা, কিন্তু পরিসংখ্যানই প্রমাণ করছে এই হামলা পদ্ধতিগত ও উদ্দেশ্যমূলক।”
দীর্ঘমেয়াদি আগ্রাসন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০,৭০০ জন ফিলিস্তিনি। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কার্যত দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা দেন।
ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গাজায় গণহত্যার দায়ে ইসরায়েল বর্তমানে বিচারের মুখোমুখি।