পোশাক শিল্পে এখন কঠিন সময় : বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ছবি: সংগৃহীত

টুইট ডেস্ক : বাংলাদেশের পোশাক শিল্পের বৃদ্ধির ও টিকিয়ে রাখার জন্য সমন্বিত প্রচেষ্টা নেয়া গুরুত্বপূর্ণ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই মন্তব্য করেছেন। তার মতে, পোশাক শিল্প এখন খুবই কঠিন ও খারাপ সময় অতিক্রম করার চেষ্টা করছে এবং এটির জন্য সকল অংশীজনের একসাথে কাজ করতে হবে।

বুধবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় ফারুক হাসান বলেন, “বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে এবং এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মতবিনিময় সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি, সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান, ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের সহসভাপতি, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এবং অনেকেই সভায় উপস্থিত ছিলেন।