৭ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা বাড়ার আভাস
টুইট ডেস্ক: দেশের সাতটি অঞ্চলে তাপপ্রবাহের চলমান অবস্থা অব্যাহত থাকতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতে অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্যসব স্থানে আকাশ কিছুটা মেঘলা হলেও, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২৮ মার্চ শুক্রবার এবং ২৯ মার্চ শনিবার পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, এবং তাপমাত্রার কোন বড় পরিবর্তন আশা করা হচ্ছে না। পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।