ট্রাম্পের শুভেচ্ছা: বাংলাদেশ ও ড. ইউনূসের প্রতি বন্ধুত্বের বার্তা

টুইট ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি শেয়ার করা হয়।

বার্তায় তিনি বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবর্তনের এই সময় বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা জোরদারের সুযোগ এনে দিয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, আসন্ন গুরুত্বপূর্ণ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে, উভয় দেশ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

এদিকে, এর আগেও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।