ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নতুন প্রতিবেদন
ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার সুপারিশ মার্কিন সংস্থার
বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (USCIRF) ২০২৪ সালের ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
তারা ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (CPC) হিসেবে মনোনীত করার সুপারিশ করেছে। একইসঙ্গে, একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে কমিশন।
মার্কিন কমিশনের প্রতিবেদন
মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে USCIRF জানিয়েছে—২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং বৈষম্য বেড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি নির্বাচনী প্রচারণায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে।
সাংবাদিক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের কর্মীরা সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হচ্ছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমনের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরিকল্পিত’ অভিযান চালিয়েছে।
এই প্রেক্ষাপটে, মার্কিন প্রশাসন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে এক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে।
ভারতের প্রতিক্রিয়া
মার্কিন কমিশনের সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন—USCIRF পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন প্রকাশ করেছে।
ভারতের গণতান্ত্রিক এবং ধর্মীয় সহনশীলতা নীতিকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
মার্কিন-ভারত সম্পর্কের প্রভাব
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে ইতিপূর্বেও ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে USCIRF-এর সুপারিশ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করছে। তথ্যসূত্র: রয়টার্স