ব্রাজিলকে গুঁড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

টুইট ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল আর্জেন্টিনা। বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে লিওনেল মেসির দল। লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেল আলবিসেলেস্তেরা।

তবে ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপের টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়ার ব্যর্থতার কারণে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ যেন পরিণত হয় এক বিজয় উৎসবে।

ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তবে তার সেই হুঙ্কার মাঠে বাস্তবে রূপ নেয়নি।

বুয়েনস এইরেসের মনুমেন্তালে ম্যাচের চতুর্থ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে লিড বাড়ান ২-০ তে। ২৬ মিনিটে ম্যাথিয়ুস কুনহার গোল করলেও ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয় আর্জেন্টিনাকে।

বিরতির পর ব্রাজিল একাধিক পরিবর্তন আনলেও খেলার চিত্র বদলায়নি। বরং আর্জেন্টিনাই তাদের আধিপত্য ধরে রাখে। ৭১ মিনিটে বদলি হিসেবে নামা জুলিয়ানো সিমিওনে চতুর্থ গোল করে ব্রাজিলকে পুরোপুরি ম্যাচের বাইরে ঠেলে দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০১২ সালের পর এবারই প্রথম ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে ৪ গোল করল আলবিসেলেস্তেরা।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।