স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ঢল

টুইট ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের।

বুধবার সকাল ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা জানান। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রাঙ্গণ, আর তখন থেকেই হাজারো মানুষের ঢল নামে সেখানে।

রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোর, বয়োবৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে ভরে যায়। অনেকেই লাল-সবুজের পোশাক পরে, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

শহীদদের স্মরণে সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বিভিন্ন জেলার শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন ও নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

রংপুরে ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়।

চুয়াডাঙ্গায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। দিনাজপুরের হিলিতে সকালেই তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খুলনার গল্লামারী শহিদ স্মৃতিসৌধেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণাসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।

এই দিন জাতির জন্য ত্যাগ স্বীকার করা শহীদদের স্মরণে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় দেশবাসী একাত্ম হয়েছে।