রেপো নীতিতে পরিবর্তন, ২৮ দিনমেয়াদি নিলাম বন্ধ
টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংক রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্পমেয়াদি ঋণ সহায়তা দিয়ে থাকে। তবে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থায় পরিবর্তন এনেছে।
আগামী ১০ এপ্রিলের পর থেকে ২৮ দিনমেয়াদি রেপো নিলাম আর অনুষ্ঠিত হবে না।
নতুন নীতিমালা
সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরও গতিশীল করতে এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করতে রেপো নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে মঙ্গলবার ৭ দিন ও ১৪ দিনমেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। যদি মঙ্গলবার সরকারি ছুটি থাকে, তবে নিলাম পরবর্তী কার্যদিবসে হবে (সূত্র: বাংলাদেশ ব্যাংক)।
প্রভাব ও বিশ্লেষণ
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদি তারল্য ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে ৭, ১৪ ও ২৮ দিনমেয়াদি রেপো নিলাম কার্যকর রয়েছে। তবে ২৮ দিনমেয়াদি নিলাম বাতিল হওয়ায় ব্যাংকগুলোর জন্য দীর্ঘমেয়াদি তারল্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
অর্থনীতিবিদদের মতে, এই পরিবর্তনের ফলে স্বল্পমেয়াদি অর্থায়ন আরও কার্যকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদি তারল্য সংকট দেখা দিলে বাজারে তার প্রভাব পড়তে পারে (সূত্র: অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত হবে এবং আন্তঃব্যাংক মুদ্রাবাজার সক্রিয় থাকবে।
এই নীতিগত পরিবর্তন আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে, যা দেশের ব্যাংকিং খাতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।