দশম দফায় আজ থেকে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ
টুইট ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আজ বুধবার ভোর ৬ থেকে শুক্রবার ভোর ৬ পর্যন্ত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি। এই সময়ে জামায়াতে ইসলামী ও অন্যান্য দলগুলো আলাদাভাবে একই ধারাবাহিক অবরোধ পালন করবে। এটি হচ্ছে বিএনপির দশম দফা অবরোধ কর্মসূচি।
দশম দফায় আজ বুধবার ভোর ৬ থেকে শুক্রবার ভোর ৬ পর্যন্ত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি এবং জামায়াতে ইসলামী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বলেছেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ প্রচার ও সিন্ডিকেট বাজী, হামলা, নেতা-কর্মীদের হত্যা, বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা, ও প্রতিরোধ হিসেবে বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেফতার হওয়া, তাদের বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে, এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে বুধবার ভোর ৬ থেকে শুক্রবার ভোর ৬ পর্যন্ত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছি।
এদিকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর বিগত অবরোধ কর্মসূচির চিত্র ছিল একটু আলাদা। রাজধানীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। রাজধানী ঢাকার সড়কে গণপরিবহনের পাশাপাশি যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ফলে কোথাও কোথাও যানজটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল কম দেখা গেছে।
একই সময়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আজ বুধবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।