গাজায় জাতিসংঘ তাদের আরও ১৯ কর্মীর মৃত্যু নিশ্চিত করেছে
টুইট ডেস্ক : গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা, ইউএনআরডব্লিউএ, তাদের কর্মীদের মধ্যে ১৯ জনের আরও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এটি অক্টোবর ৭ তারিখ থেকে ইউএনআরডব্লিউএ-এর ১৩০ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু কোথায় ও কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
ইউএনআরডব্লিউএ এ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে, খান ইউনিস এবং রাফাহ এলাকাসহ মধ্য ও দক্ষিণ গাজার ৯৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।
এদিকে ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক সংবাদ সম্মেলনে ইজিপ্টের রাফা সীমান্তে নতুন শরণার্থী শিবির খোলার খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘জাতিসংঘের হাজার হাজার তাবু রয়েছে এবং রাফায় নতুন শরণার্থী শিবির খোলার পরিকল্পনা করছে বলে যে কথা উঠেছে তা মিথ্যা।’ তিনি যোগ করেন, ‘নিরাপদ অঞ্চল’- বলা গাজার দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমে, রাফায় বা অন্য জায়গায়, নিরাপদ কোনও স্থান নেই।