এবারের ঈদে টানা ১১ দিনের ছুটির সুযোগ

টুইট ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ। সরকারিভাবে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও এর আগে-পরে রয়েছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে কার্যত টানা ১১ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ, যেখানে অফিস খোলা থাকবে মাত্র দুই দিন।

টানা ছুটির হিসাব

২৬ মার্চ (মঙ্গলবার): মহান স্বাধীনতা দিবস (সরকারি ছুটি)
২৮ মার্চ (বৃহস্পতিবার): শবে কদরের ছুটি
২৯ মার্চ-২ এপ্রিল: ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি
৩ এপ্রিল (বৃহস্পতিবার): অফিস খোলা
৪-৫ এপ্রিল (শুক্র-শনিবার): সাপ্তাহিক ছুটি

এদিকে, ঈদের আগে ২৭ মার্চ (বুধবার) এবং ঈদের পর ৩ এপ্রিল (বৃহস্পতিবার) মাত্র দুই দিন অফিস খোলা থাকবে। ছুটির বিধিমালা অনুযায়ী, টানা ছুটি পেতে হলে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

দীর্ঘ এই ছুটি সরকারি-বেসরকারি অফিস, ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রমে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে কর্মজীবীদের জন্য এটি বিশ্রাম ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ এনে দিয়েছে।