আবরার ফাহাদ হ’ত্যা মামলা: ২০ আসামির মৃ(ত্যু)দণ্ড বহাল

টুইট ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের হয়ে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও আজিজুর রহমান দুলু মামলাটি পরিচালনা করেন।

বুয়েট ছাত্রলীগের একাধিক নেতা ও সদস্যসহ মোট ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃস্থানীয়রা।

এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামির মধ্যে রয়েছেন বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না, আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা, সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হোরায়রা।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। পরদিন তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুধুমাত্র ৩৭ দিনের তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আসামিদের দণ্ড ঘোষণা করেন। এরপর হাইকোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে আজ এ রায় বহাল রাখা হলো।