অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর উপজেলা পরিষদের দুই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশিদ ময়নার বিরুদ্ধে এই মামলা দুটি দায়ের করা হয়।
বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে রাজশাহী জেলা দুদক কার্যালয়ে দুটি মামলা দায়ের করেন, যা নিশ্চিত করেছেন রাজশাহীর উপ-পরিচালক ফজলুল বারী।
তদন্তের প্রক্রিয়ায় জানা গেছে, এই দুই ব্যক্তি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে যুক্ত হয়ে দুর্নীতি কার্যক্রমে জড়িত ছিলেন। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক তদন্তে তথ্য পেয়েছে। এছাড়া, তাঁর মোট ৭ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে।
অন্যদিকে, তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাও অবৈধভাবে ৪৯ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার মোট সম্পদ ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকার মধ্যে ৪২ লাখ ৩৬ হাজার টাকা স্থাবর এবং ৬৯ লাখ ৫ হাজার টাকা অস্থাবর সম্পদ রয়েছে।
দুদক আরও জানায়, এই দুই নেতার বিরুদ্ধে একাধিক নোটিশ জারি করা হলেও তাঁরা সম্পদের হিসাব দাখিল করেননি। এছাড়া, গত আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুবলীগ নেতা হিসেবে একাধিক আন্দোলনে হামলার অভিযোগও।