নাটোরে মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ পুড়ল ১১ ইজিবাইক
টুইট ডেস্ক : নাটোরের সিংড়া পৌরসভায় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনায়, সিংড়া পৌরসভার মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ মোট ১১ ইজিবাইক পুড়ে গেছে। জানা গেছে, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পৌরসভার গ্যারেজে প্রতিদিন ইজিবাইক চার্জ দেওয়া হতো। মঙ্গলবার ইজিবাইকগুলো চার্জ দিয়ে দায়িত্বরত নাইট গার্ড মহাতাব ঘুমিয়ে পড়েন। ভোরে স্থানীয়দের হৈ-হুল্লোড়ে তার ঘুম ভেঙে যায়। এ সময় আগুন দেখে অনেকে ছুটে আসে।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, রাতে চালকরা গাড়িগুলো গ্যারেজে রেখে বাড়ি চলে যায়। ভোরে হঠাৎ আগুন লেগে ১১ গাড়ি পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে পারবো।