ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু করলো বাংলাদেশ রেলওয়ে

টুইট ডেস্ক: রোজার ঈদ উপলক্ষে আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টায় অনলাইনে এ কার্যক্রম শুরু হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, “আজ ২৪ মার্চের টিকেট বিক্রির মধ্য দিয়ে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু হলো। এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হবে।”

বর্তমানে ট্রেনের টিকেট ১০ দিন আগে ছাড়া হয়। সে অনুযায়ী, ১৫ মার্চ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকেট। পর্যায়ক্রমে ২৫ মার্চের টিকেট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকেট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট ২০ মার্চ বিক্রি হবে।

শতভাগ টিকেট অনলাইনে বিক্রির ফলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আগের মতো ভিড় নেই। স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে।

২০২৩ সালের রোজার ঈদ থেকে রেলওয়ে পুরোপুরি অনলাইনে টিকেট বিক্রি শুরু করে। সার্ভারের চাপ কমাতে এবারও সকাল ও দুপুর দুই শিফটে টিকেট বিক্রি হচ্ছে।

এবার ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।