কঙ্গোতে নৌকাডুবি, নি(হত) অন্তত ২৫
টুইট ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। কোয়া নদীতে সোমবার (১০ মার্চ) রাতে এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় মাই-নডোম্ব প্রদেশের কাছে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার সময় নৌকাটিতে নাগাম্বোমি গ্রামের ফুটবলাররা ছিলেন, যারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টার দিকে মুশি বন্দর থেকে ছেড়ে যাওয়ার পর মাত্র ১২ কিলোমিটার পাড়ি দিয়েই এটি ডুবে যায়।
মুশি পুলিশ স্টেশন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি। তবে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে রাতের বেলা নৌযান চলাচলকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছে।
উল্লেখ্য, কঙ্গোর এই অঞ্চলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইনোঙ্গো শহরের পথে একটি নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি হয়েছিল।