ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

টুইট ডেস্ক: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর দেশটির পুলিশ তাকে আটক করে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুতার্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বিশেষ করে তার সময়কার মাদকবিরোধী অভিযানে হাজার হাজার ফিলিপিনোর মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করা হচ্ছে।

ফিলিপাইন সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, হংকং থেকে দেশে ফেরার পর ম্যানিলার বিমানবন্দরে তাকে আটক করা হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান। ক্ষমতা ছাড়ার পরও তিনি দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তারের পর দুতার্তে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগে পরবর্তী আইনি প্রক্রিয়া কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।