ভাইরাল ভিডিওর সূত্র ধরে মতিঝিলে গ্রেফতার রাসেল
শ্যামলী স্কয়ারে নারীর প্রতি সহিংসতা
টুইট ডেস্ক: রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংস আচরণকারী রাসেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মতিঝিল এলাকা থেকে রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়। ডিবির সাইবার ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি চৌকস দল সফল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ভাইরাল ভিডিও ও অভিযোগ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাসেল হোসেন শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য করে এবং লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ প্রদর্শন করে। এই ভিডিও দ্রুতই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
ডিবি জানায়, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে নারী নির্যাতন ও সাইবার অপরাধ সংশ্লিষ্ট একাধিক ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসনের এমন তৎপরতা জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।