‘যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল’ সারজিসের পোস্ট
টুইট ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।
শনিবার (১ মার্চ) দুপুরে এক পোস্টে একথা বলেন তিনি।
ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।’
তিনি আরও বলেন, ‘যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’
পরিশেষে সারজিস লেখেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ন ও ছাত্রদের নিয়ে এই নতুন রাজনৈতিক গঠিত হয়েছে।