বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

টুইট ডেস্ক: বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু ও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করা হলো।

১৯৯৮ সালের ২৩ জুন যমুনা নদীর ওপর নির্মিত সেতুটি ‘বঙ্গবন্ধু সেতু’ নামে উদ্বোধন করা হয়। আর ২০২৩ সালের ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি হওয়া টানেলটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নামে উদ্বোধন করা হয়। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেতুটি এখন থেকে ‘যমুনা সেতু’ এবং টানেলটি ‘কর্ণফুলী টানেল’ নামে পরিচিত হবে।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।