সহকর্মীর বাহুতে হাত: সমালোচনার মুখে নিউজিল্যান্ডের মন্ত্রীর পদত্যাগ
টুইট ডেস্ক: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি সহকর্মীর বাহুর ওপর হাত রাখার ঘটনায় সমালোচনার মুখে পড়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
যদিও পার্লামেন্ট সদস্য হিসেবে তার দায়িত্ব বহাল থাকবে। এই ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত সপ্তাহে বাণিজ্য সংক্রান্ত এক আলোচনার সময় অ্যান্ড্রু বেইলি এক সহকর্মীর বাহুর ওপরের অংশে হাত রাখেন। অনেকে এটিকে “কর্তৃত্বমূলক আচরণ” হিসেবে আখ্যায়ন করেছেন। সমালোচনার মুখে বেইলি দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেন।
নিজের বিবৃতিতে তিনি বলেন, “আলোচনা উত্তপ্ত হয়ে ওঠায় আমি অনিচ্ছাকৃতভাবে এমন আচরণ করেছি, যা উচিত হয়নি।”
অ্যান্ড্রু বেইলির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়েছে। গত শুক্রবার তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে তিনি নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদস্য পদে বহাল থাকবেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকার দ্রুত এবং যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে অ্যান্ড্রু বেইলিকে আর কোনো মন্ত্রিপদ দেওয়া হবে না।” তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছিল ১৮ ফেব্রুয়ারি এবং এর ঠিক তিন দিন পর বেইলি পদত্যাগ করেন।
এটি প্রথমবার নয়, যখন অ্যান্ড্রু বেইলি সমালোচনার মুখে পড়লেন। ২০২৩ সালের অক্টোবরে তিনি এক মদ প্রস্তুতকারী কর্মীকে “হতভাগা” বলে কটূক্তি করেছিলেন। সেই সময় তিনি ওই কর্মীর কপালে ‘এল’ অক্ষরের মতো চিহ্ন দেখিয়ে অপমান করেছিলেন। যদিও তিনি পরে জনসমক্ষে ক্ষমা চান।
অ্যান্ড্রু বেইলি ২০১৪ সালে ন্যাশনাল পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৩ সালের শেষ দিকে লুক্সন সরকারের অধীনে তিনি বাণিজ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী, ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদনমন্ত্রী এবং পরিসংখ্যানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।