বগুড়ায় মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

টুইট ডেস্ক: বগুড়ায় বিএনপি নেতাকে গুলি করার অভিযোগে ১৮৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০০ জনকেও আসামি করা হয়েছে।

মামলার বাদী মাহাবুবুর রহমান, বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দায়িত্বে রয়েছেন। তিনি সোমবার বগুড়ার শাজাহানপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত শাহাজানপুর থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছে।

আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন এবং জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা উল্লেখযোগ্য।

বাদী জানান, ২০২৩ সালের ৫ নভেম্বর শাকপালা এলাকায় বিএনপির কর্মসূচির ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র ও পিস্তল নিয়ে হামলা করে। একপর্যায়ে গুলি লেগে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা চিরতরে পঙ্গু হয়ে যায়।

বাদী অভিযোগ করেন, দলীয় পুলিশ থাকার কারণে তিনি ৫ আগস্টের আগে আইনি পদক্ষেপ নিতে পারেননি।