এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। খবর বিবিসি ও আল জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে প্যাটেলকে এই পদে অনুমোদন দেয়। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ক্যাশ প্যাটেল এবং হুঁশিয়ারি বার্তা দেন।

ক্যাশ প্যাটেল এফবিআইকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি জনগণের আস্থা পুনরুদ্ধার করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, “আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্বিত। আমার প্রতি অটুট আস্থা রাখায় ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডি।”

এফবিআই প্রধান আরও বলেন, “যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন, তাদের জন্য এটি সতর্কবার্তা। আমরা এই গ্রহের প্রতিটি কোণে আপনাদের খুঁজে বের করব।”

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত প্যাটেল, এফবিআইয়ের সমালোচনা করে আসছেন এবং যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেট’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) থাকার ধারণা প্রচার করেছেন। তার লেখা ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ বইটিতে তিনি ডিপ স্টেটের বিরুদ্ধে লিখেছেন। এফবিআই ও মার্কিন বিচার বিভাগ ঘিরে ট্রাম্পের উদ্দেশ্য বাস্তবায়নে তার সমর্থকেরা ক্যাশ প্যাটেলের পক্ষে ছিলেন।

প্যাটেল অঙ্গীকার করেছেন, তিনি ডিপ স্টেট ভেঙে চুরমার করবেন এবং এফবিআইকে পুরোপুরি ঢেলে সাজাবেন।