প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা
দিল্লির নতুন নেতৃত্বে বিজেপি
টুইট ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
তার শপথ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ অন্যান্য রাজনৈতিক নেতা।
রেখা গুপ্তা দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। তিনি শালিমারবাগ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন, যেখানে তিনি আম আদমি পার্টির (AAP) প্রার্থী বন্দনা কুমারীকে ২৯,৫৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এটি ছিল তার তৃতীয়বারের প্রচেষ্টা, কেননা ২০১৫ ও ২০২০ সালে তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
শপথ গ্রহণের পর, রেখা গুপ্তা দিল্লি সচিবালয়ে তার প্রথম মন্ত্রিসভা বৈঠক পরিচালনা করেন। একইসঙ্গে, পারভেশ ভার্মা, আশীষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিশঙ্কর ইন্দ্রাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিংসহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন দিল্লি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে-যমুনা নদীর পরিষ্কার করা, নগর উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় শহরের সার্বিক উন্নয়ন। প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়েই নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে দিল্লির উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন।