দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ
টুইট ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ মিশনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে টাইগার শিবির। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রাহুলের ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।
সৌম্যের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যর্থ তার ব্যাটও। সৌম্যের মতোই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। হার্ষিত রানার বলে ভিরাটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ রান। ওপেনার তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগ, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ সাকিব।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।