ফ্রান্স সরকার ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে
টুইট ডেস্ক: ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে একটি স্বীকৃত পেশা হিসেবে গ্রহণ করেছে, যা দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে।”
এই স্বীকৃতির ফলে ইমামদের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে, যা তাদের কাজের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করবে। এছাড়া, ইসলামবিদ্বেষ মোকাবেলায় সরকার অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করবে, যাতে ইসলামবিদ্বেষী হামলা বা বৈষম্যের শিকার ব্যক্তিরা সহজেই অভিযোগ জানাতে পারেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ইসলামবিদ্বেষ রোধেও সহায়ক হবে। তবে কিছু মহল থেকে এ সিদ্ধান্তের সমালোচনাও হতে পারে, কারণ ফ্রান্সে ধর্মীয় বিষয়ে সরকারি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে।
সার্বিকভাবে, ফ্রান্স সরকারের এই পদক্ষেপ ইমামদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান সুবিধা এবং ইসলামবিদ্বেষ মোকাবেলায় সরকারের দায়বদ্ধতা বাড়ানোর প্রতিফলন ঘটায়।