এবার ডাক বিভাগের চিত্র শোভা পাচ্ছে টাইগার সংঘ পূজামন্ডপে
নিজস্ব প্রতিবেদক : শুরু হয়েছে সনাতন ধর্মীলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। রাজশাহীতে এই পূজা উদযাপনে মন্ডপ তৈরীতে বরাবরই নতুনত্ব নিয়ে আনে টাইগার সংঘ। প্রতিবছরের মত এবারও নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীবাজার মোড়ে পূজামন্ডপ তৈরী করেছে তারা।
এই পূজা মন্ডপের সামনে গেলেই চোখে পড়বে হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী ডাক বিভাগের চিত্র। এক সময়ের ডাক পিয়ন হাতে হারিকেন, কাধে লাঠি আর চিঠির বস্তা নিয়ে চিঠি বিলির দৃশ্য। এছাড়াও পূজা মন্ডপের সামনে সংরক্ষিত করা হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ প্রখ্যাত ব্যাক্তিদের হাতে লেখা বিভিন্ন চিঠি।
টাইগার সংঘ পূজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক পার্থপাল চৌধুরী বলেন, প্রতিবার পূজোয় ভিন্ন বার্তা আমরা দিয়ে থাকি। বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোনের এসএমএসের ভীরে হারিয়ে যাওয়া চিঠি আদান প্রদানের পুরোনো ঐহিত্য তুলে ধরতে আমাদের এই আয়োজন।
তিনি বলেন, এর আগে বাংলাদেশে থেকে বাঘ হারিয়ে যাওয়া এবং তা সংরক্ষণের বার্তা নিয়ে বাঘের মুখ তৈরী করা হয়ছিলো। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইট, প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গিটারসহ বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছিলো। এবার হারিয়ে যাওয়া ডাক বিভাগের চিত্র তুলে ধরা হয়েছে।
পার্থপাল চৌধুরী বলেন, এক সময় মানুষের চিঠি আদান প্রদানের প্রধান বাহক ছিলো ডাক বিভাগ। ডাক পিয়ন বা ডাক হরকরা হাতে হারিকেন, কাঁধে লাটি আর চিঠির বস্তা নিয়ে বাড়ী বাড়ী পৌঁছে দিতো সেটাই তুলে ধরা হয়েছে। এসব চিত্র দেখে নতুন প্রজন্ম পুরোনো ইতিহাস সম্পর্কে জানতে ও শিখতে পারবে বলে আমরা মনে করি।
মন্ডপের পুরোহিত সুমন চক্রবার্তী বলেন, এবারের পূজায় মা দূর্গা এসেছেন ঘোড়ায় চড়ে এবং ঘোড়ায় চড়েই গমন করবেন । সেই সাথে অশুভ শক্তিকে বিদায় জানিয়ে শুভ শক্তি সঞ্চার করবেন।
এদিকে, এই পূজার আনন্দ নির্বিঘ্নে পালন করতে রাজশাহী মহানগরীসহ জেলাজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকালে টাইগার সংঘ পূজামন্ডপ পরিদর্শনে এসে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার বলেন, গত ১৬ অক্টোবর থেকে গোয়েন্দা রজরদারিসহ নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলাবদ থাকবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৩৫০ র্যাব সদস্য পূজার নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।