সৌদিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর রৌপ্য জয়
টুইট ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তেলাওয়াত প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ৩১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, যেখানে কোরআনের নির্দিষ্ট অংশের হিফজ ও তেলাওয়াতের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।
গ্রুপভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচজন সদস্য অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে দুইজন রৌপ্য পদক অর্জন করেন।
১০-পারা গ্রুপ, গোলাম রব্বানী (রৌপ্য পদক) ও ৩-পারা গ্রুপ, মোঃ সাব্বির আহমেদ (রৌপ্য পদক) পদক পান।
বাংলাদেশ নৌবাহিনীর প্রতিযোগীরা তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ০৯ ফেব্রুয়ারি ২০২৫, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা হিলটন কনভেনশন হলে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশ নৌবাহিনীর এ সাফল্য দেশের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।