রটারড্যাম উৎসবে প্রশংসায় ভাসছেন জয়া আহসান

টুইট ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায়ই তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়ে আসছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও তিনি অভিনয় করছেন সফলভাবে।

এবার তার অভিনীত নতুন সিনেমা পুতুলনাচের ইতিকথা নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival Rotterdam – IFFR) প্রদর্শিত হয়েছে। বিদেশি দর্শকরা সিনেমাটিকে অত্যন্ত উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

রটারড্যাম উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’

২০২৪ সালের ডিসেম্বরেই ঘোষণা দেওয়া হয়েছিল যে, পুতুলনাচের ইতিকথা সিনেমাটি রটারড্যাম উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। সিনেমাটি ৬ ফেব্রুয়ারি উৎসবে প্রদর্শিত হয়। উৎসবে অংশ নিতে জয়া আহসান এখন নেদারল্যান্ডসের রটারড্যামে অবস্থান করছেন।

সিনেমাটি সম্পর্কে জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন—

“পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, পুতুলনাচের ইতিকথা একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস ও শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করেছেন।”

পুতুলনাচের ইতিকথা সিনেমাটি কালজয়ী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। ভারতের খ্যাতিমান পরিচালক সুমন মুখোপাধ্যায় দীর্ঘ ১৬ বছর আগে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রযোজক সমীরণ দাস এগিয়ে আসলে সিনেমাটি বাস্তবে রূপ নেয়।

২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত এ সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

রটারড্যাম উৎসবের পর সিনেমাটি আগামী মে মাসে ভারতে মুক্তির পরিকল্পনায় রয়েছে। বাংলাদেশে মুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সিনেমাটি দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

এদিকে সম্প্রতি বাগানবিলাস নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন জয়া আহসান। এ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এছাড়া কলকাতার টেলিগ্রাফ টি-টুর ১৮ বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে উপস্থিত হয়ে তিনি আলোচনায় এসেছেন।

জয়া আহসান তার ক্যারিয়ারে ধারাবাহিকভাবে সাফল্যের প্রমাণ দিয়ে চলেছেন। দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমাগুলো প্রশংসিত হচ্ছে। পুতুলনাচের ইতিকথা সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।