গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।
খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি নগরের উপশহরে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে ক্ষুব্ধ জনতাকে দেখা গেছে। তাঁরা বলছেন, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করতে দেখা গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। পরিবারটি এখন রয়েছে ভারতে। রাজশাহীর বাড়িতে কেউই ছিলেন না।
শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়। বাড়ির সবকিছু লুট হয়ে যায় সেদিন। পরদিন বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে ভূতের বাড়ির মতো ভবনটি দাঁড়িয়ে ছিল। সেই দালানটিও এবার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।