সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা-অগ্নিসংযোগ

টুইট ডেস্ক: কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

রাত সাড়ে ৯টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে একদল লোক বাসভবনটিতে হামলা চালায়। তারা বাসার বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

এর আগে সন্ধ্যায়, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুলডোজার দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শহরের স্টেশন রোড, পাকুন্দিয়া ও বাজিতপুর সদরে আরও কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এছাড়া, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে স্থাপিত সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।