হাসিনা ও ছাত্রলীগ এখন ‘ডেথ চ্যাপ্টার’: হাসনাত
টুইট ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “হাসিনা ও ছাত্রলীগ এখন ‘ডেথ চ্যাপ্টার’।”
তিনি দাবি করেছেন, ৫ আগস্টের পর তারা হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ করেছেন।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তবে একটি বিষয়ে সকলের অবস্থান স্পষ্ট-হাসিনা ও তার ফ্যাসিবাদ পুনর্বাসন হতে দেওয়া হবে না।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তিনি শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য দুই হাজার মানুষকে হত্যা করেছেন।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “কেন মিডিয়াতে ফ্যাসিবাদী, খুনি হাসিনা লেখা হয় না? যদি আপনারা তা না লেখেন, তবে আপনি এই ফ্যাসিবাদী মিডিয়া কাঠামোর অংশ।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচারিত হয়, তাহলে আমরা ধরে নেব-সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে।” তিনি দাবি করেন, তারা সুশীলতার ধারাপথ থেকে সরে গিয়ে গণঅভ্যুত্থান করতে পেরেছেন এবং হাসিনার বিষয়ে কোনো সুশীলতা গ্রহণ করা হবে না।