থাইল্যান্ডে ইউএন ইভেন্টের ভিসা প্রক্রিয়া সহজ

থাইল্যান্ডে ইউএন সম্মেলন ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের নির্দেশনা

টুইট ডেস্ক: থাইল্যান্ডে জাতিসংঘ (ইউএন) সংস্থাগুলোর আয়োজিত সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা প্রক্রিয়াকরণের নির্দেশনা দিয়েছে ব্যাংককে অবস্থিত থাই দূতাবাস।

যেসব অংশগ্রহণকারী ইউএন সংস্থার আয়োজনে কোনো ইভেন্টে অংশ নেবেন, তাদেরকে ভিসা সুবিধা নিশ্চিত করতে আয়োজক সংস্থার মাধ্যমে তাদের নাম ও যোগাযোগের তথ্য থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, ইভেন্টের বিষয়ে আগাম তথ্য ই-মেইলের মাধ্যমে থাই দূতাবাসে জানানোও যাবে।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ক্রীড়াবিদদের জন্যও রয়েছে একই ধরনের প্রক্রিয়া। সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা বা থাইল্যান্ডের স্পোর্টস অথরিটি তাদের নাম ও যোগাযোগের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে ভিসা প্রক্রিয়া সহজ হবে। এ ক্ষেত্রেও দূতাবাসে আগাম ই-মেইল পাঠানো যেতে পারে।

থাই দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণে অন্তত ১০ কার্যদিবস সময় লাগে। তাই ভিসা আবেদনকারীদের যথাসময়ে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারী ও গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আবেদন ও পেমেন্ট সিস্টেম আপগ্রেডের কাজ চলছে।

এ ছাড়া, বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান “মাঘ পূর্ণিমা দিবস” উপলক্ষে থাই দূতাবাস ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। এদিন কোনো পেমেন্ট গ্রহণ করা হবে না।